জমি সংক্রান্ত বিরোধে নারীসহ ৩ জন আহতের ঘটনায় থানায় মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আঘাটে ২ নারীসহ মোট ৩ জন আহত হয়েছেন। আহত ৩ জন একই পরিবারের সদস্য।

উপজেলার মগড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সনিয়া আক্তার, শামছুন্নাহার, আব্দুল হাই। আব্দুল হাই এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি দুজন বর্তমানে উপজেলা স্বাস্থ কম্পলেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পূর্ব থেকেই বাড়ি নিয়ে দু পক্ষের মদ্ধে মনোমালিন্য চলছিল, এর জেরেই এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে আব্দুল হাই বাদী হয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পত্র নেয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

মার্চ ১০, ২০২১ at১৬:৪৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএস/এমআরএইস