ইউপি চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম বিহারহাট এলাকার শিমুল হত্যা মামলায় জেলখানায় আটক থাকার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সচেতন এলাকাবাসীর ব্যানারে শনিবার (৬মার্চ) সকাল ১১টায় বিহার বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সচেতন এলাকাবাসী বলেন, গত ২২ ডিসেম্বর শিমুলকে কে বা কাহারা অপহরণ করে নির্মমভাবে হত্যা করে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ফুলপুকুরিয়ায় রাস্তার পাশে ফেলে যায়। এ ঘটনায় শিমুলের ভাই বিহার ইউপি সদস্য রায়হান গোবিন্দগঞ্জ থানায় উদ্দেশ্যপ্রণদিত হয়ে ইউপি চেয়ারম্যান মহিদুলকে প্রধান আসামি করে একটটা মামলা করেন। যে মামলার কোন ভিত্তি নেই।

প্রসঙ্গত এই হত্যা মামলায় মহিদুল হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম গত ১৪ফ্রেরুয়ারী পুনরায় জামিন আবেদন করলে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জর্জ আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করে।

মার্চ ৬, ২০২১ at২০:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরইআর/এমএসএইস