নেত্রকোনায় বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে

নেত্রকোনায় মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পৌর শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে ম্যারাথন দৌড় উদ্বোধন করেন, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর লেলিন হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।

পরে মোক্তারপাড়া মাঠ থেকে দৌড় শুরু করে পারলা বিজিবি ক্যাম্প পর্যন্ত গিয়ে পুণরায় দৌড় শুরু হয়ে ৫ কিলোমিটার দৌড়ে শেষ হয় একই স্থানে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

তবে, সকাল সাতটায় এ কর্মসূচি আয়োজনের কথা থাকলেও প্রশাশনের ঘাফিলতিতে শুরু হয় সাড়ে সাতটায় এবং অংশগ্রহনকারীদের অন্য কাউকেই অভ্যর্থনা না জানানোয় এবং দ্রুত। মাঠ ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহনকারীরা।