লক্ষিকোলায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষিকোলায় চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

০২ মার্চ মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে লক্ষিকোলা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে এলাকার শতশত সাধারণ মানুষ অংশগ্রহণ করে। তিন ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ, বাঙ্গালীআরা থেকে সাব্বিজান পর্যন্ত পাকা রাস্তায় মাটি ভর্তি ট্রাক চলাচল বন্ধ ও চলাচলের একমাত্র পাকারাস্তাটি রক্ষার দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জহুরুল ইসলাম, দেউলী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম।

এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, ছাইদুল, সাগর, শাকিল, লিখন, মোনারুল, নবীন, উজ্জল, সোহাগ, মমিন, আফছার, আবু কালাম, জাহাঙ্গীর, মতিউর, সৌরভ, সৈকত, রাব্বী, মিলন, মুঞ্জুরুল, রাকিবুল, ইসবর আলী, আজিজার রহমান, মাহবুর রহমান, আত্তাব মন্ডল, আবুল কালাম, শামসুল হক, মোতালেব, আফজাল হোসেন, মোবারক প্রমূখ।

নামপ্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, আমাদের এলাকার কিছু লোভী মানুষ বেশি মুনাফার আশায় তিন ফসলী জমির মাটি চিহ্নিত প্রভাবশালী একটি চক্রের কাছে বিক্রি করে জমির উর্বরতা নষ্ট করছে এবং অধিক ট্রাক চলাচলের ফলে যাতায়াতের একমাত্র পাকা রাস্তাটি ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে আমরা সমস্যাগ্রস্থ হয়ে পরেছি। যারা এমন অবৈধ কাজ করছে তাদের নাম বললে আমাদের অনেক ক্ষতি করবে। তাই নাম ছাড়াই আমরা পরক্ষভাবে এ মানববন্ধনের আয়োজন করেছি।

মানববন্ধন থেকে সকলে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ ও একমাত্র পাকা রাস্তাটি রক্ষায় জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন।

মার্চ ৩, ২০২১ at১৮:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরইআর/এমএসএইস