যশোর পৌরসভাকে ঘুষমুক্ত করার অঙ্গীকার করলেন হায়দার গণি খান পলাশ

যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ নির্বাচিত হলে ঘুষমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার করেছেন। সব সিন্ডিকেট ভেঙ্গে পৌরসভাকে তিনি ডিজিটাল সেবা কেন্দ্র তৈরী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (২ মার্চ) শহরের ১ নং ওয়ার্ডে আমতলা মোড়ে যুবমহিলা লীগের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে এ অঙ্গীকার করেন।

১ নং ওয়ার্ড যুবমহিলা লীগের সভাপতি ফাতিমা আলমের সভাপতিত্বে তিনি বলেন, যশোরে পৌরসেবা উন্মুক্ত থাকবে। মেয়রের রুমে কোন ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে না। শহরের সব ভাল-মন্দ কাজের জন্য মেয়রকে হিসেবে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করবেন। ন্যায্যতার ভিত্তিতে ট্যাক্সের হার নির্ধারণ করা হবে। সব ধরণের বৈষম্য দূর করা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু ও জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।

কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আওয়ামী লীগনেতা ওয়াহিদুজ্জামান বাবলু, কামরুজ্জামান চৌধুরী, লুৎফুল কবীর বিজু, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হোসেন, শহর আওয়ামী লীগনেতা তোফায়েল হোসেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সদর উপজেলা যুবলীগের সদস্য সাহিদুর রহমান রিপন, জেলা মহিলালীগের যুগ্ম-সম্পাদক আফরোজা কামাল মিমি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জসিম উদ্দিন, এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের হল সভাপতি বিপ্লব দে শান্ত, ছাত্রলীগনেতা জাকির হোসেন জুম্মান ও কায়েস আহমেদ রিমু।

মার্চ ২, ২০২১ at১৯:৫২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ডিজে/এমএসএইস