পৌরসভার সংবর্ধনা পেলেন বিদায়ী ওসি

বগুড়ার শিবগঞ্জ থানার বিদায়ী ওসি এসএম বদিউজ্জামান মহোদয়কে বিদায় সংবর্ধনা দিয়েছেন শিবগঞ্জ পৌরসভা।

০২ মার্চ (মঙ্গলবার) দুপুরে পৌরসভা চত্বরে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবীর।

সংবর্ধনায় বিদায়ী ওসি এসএম বদিউজ্জামান বলেন, “শিবগঞ্জ থানায় বিগত নয় মাস অবস্থান করা অবস্থায় আমি চেষ্টা করেছি গরু চুরি, বাল্যবিবাহ ও মাদকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, কতটুকু পেরেছি জানিনা তবে চেষ্টা করেছি, আমার কোন ভুল ত্রুটি থাকতেও পারে তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পারিবারিক ও পারিপার্শ্বিক কারণে গত মাসের ২ তারিখে চলে যাওয়ার জন্য আফিসিয়্যাল আবেদন দিয়েছিলাম”।

বিদায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা জাপা সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, শিবগঞ্জ থানার তদন্ত অফিসার হরিদাস মন্ডল।

এসময় বক্তব্য রাখেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শপিকুল ইসলাম শফি, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রুপম, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাপা সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান, পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, পৌর কাউন্সিল আ.খ.ম শামীম, শাহাদত জামান, রুহুল আমীন, রবিউল ইসলাম, মিনারা বেগম, অলেদা বেগম, শামসুন্নাহার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলীসহ শিবগঞ্জের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিদায়ী ওসিকে পৌরসভার পাশাপাশি পৌর আওয়ামী, জাতীয় পার্টি, শিবগঞ্জ প্রেস ক্লাব, যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মার্চ ২, ২০২১ at১৬:৩৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরইআর/এমএসএইস