জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধা খুন

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে স্বহিংসতায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১লা মার্চ) সকাল ১১টার দিকে মুক্তান্নেছার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম মুক্তান্নেচ্ছা(৭৫)। তিনি উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী বাড়ীর ফজলুল করিমের ছেলে সুভাষ গংদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এসব বিরোধের রেশ ধরেই আজ সুভাষ সহ অন্তত ১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তান্নেছার বাড়িতে হামলা চালায়। এসময় মুক্তান্নেছার মাথায় রামদার আঘাট করলে,তাকে গুরুতর আহত অবস্থায় আটপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকা মৃত ঘোষনা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল ফোর্স নিয়ে উপজেলা ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।তিনি জানান লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এই ঘটনায় মুক্তান্নেনেছার নাতি হৃদয় (২২) গুরুতর আহত হয়েছে। তবে, এখন পর্যন্ত এই ঘটনার কোন মামলা হয় নি।

মার্চ ১, ২০২১ at১৯:৩৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আর্ক/ওএস/এমএসএইস