যশোর পৌরসভা থেকে সব ধরণের বৈষম্য দূর করার অঙ্গীকার করলেন পলাশ

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার নৌকা প্রতীকের প্রার্থী হায়দার গণি খান পলাশ নির্বাচিত হলে শতভাগ জনগণের সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। সব সিন্ডিকেট ভেঙ্গে পৌরসভাকে তিনি পৌরবাসীর সেবা কেন্দ্র তৈরী করবেন।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের ২ নং ওয়ার্ডে আটাপট্টিতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে এ অঙ্গীকার করেন।

শহর আওয়ামী লীগনেতা লুৎফুল কবীর বিজুর সভাপতিত্বে তিনি বলেন, যশোর পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করতে তিনি পৌরসেবা উন্মুক্ত করবেন। সেবা দিতে সাধারণ মানুষকে কারো কাছে ধন্য দিতে হবে না। মেয়রের রুমে প্রবেশের কোন অনুমতির প্রয়োজন হবে না। পৌরসভার সব উন্নয়ন চিত্রের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। ন্যায্যতার ভিত্তিতে ট্যাক্সের হার নির্ধারণ করা হবে। সব ধরণের বৈষম্য দূর করা হবে। পৌরবাসী প্রকাশ্যে মেয়রের ভাল-মন্দ কাজের আলোচনা-সমালোচনা করার সুযোগ পাবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আওয়ামী লীগনেতা ওয়াহিদুজ্জামান বাবলু, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, কচুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হোসেন, শহর আওয়ামী লীগনেতা তোফায়েল হোসেন, শহর যুবলীগের সদস্য আনিসুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নুর ইসলাম আলো, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জসিম উদ্দিন, এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের হল সভাপতি বিপ্লব দে শান্ত, ছাত্রলীগনেতা জাকির হোসেন জুম্মান ও কায়েস আহমেদ রিমু।

ফেব্রুয়ারি ২৮, ২০২১ at২০:৪৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আর্ক/আরএ/এমএসএইস