কাজিপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সিরাজগঞ্জের কাজিপুরে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন কাজিপুর উপজেলা শহীদ মিনারে সকল শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৫২ এর ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জেল জুলুম নির্যাতন এমনকি মৃত্যু পরোয়ানাও বিচলিত করতে পারে নাই এই মহান নেতাকে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ভাইস-চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, নবনির্বাচিত মেয়র হান্নান তালুকদার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

ফেব্রুয়ারি ২১, ২০২১ at১৮:৪২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএসচি/এমআরএইস