আলোচিত সাহেদ করিম ভূয়াকে সিলেট আদালতে হাজির

বাংলাদেশের আলোচিত করোনা চিকিৎসায় দুর্নীতি প্রতারণায় গ্রেফতার মোহাম্মদ সাহেদ করিমকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সিলেটের জেষ্ঠ্য বিচারিক হাকিম ২য় আদালতে হাজির করা হলে বিচারক অঞ্জন কান্তি দাশ অভিযুক্ত সাহেদ করিমকে চেক ডিজওনারের তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট কারাগারে প্রেরণ করেন।

এছাড়া তার বিরুদ্ধে সিলেটের আদালতে দায়েরকৃত আরেকটি প্রতারণার মামলাও তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তা ও কঠোর গোপনীয়তার মাধ্যমে সাহেদ করিমকে সিলেট আদালতে হাজির করে পুলিশ।

সাহেদের বিরুদ্ধে ব্যবসায়ী শামসুর ইসলাম সর্বশেষ মামলাটি দায়ের করেন গত ১১ ফেব্রুয়ারি। এতে ভুয়া একটি চেকে (চেক নং- ৯০২৬৪৬৩০) ১০ লক্ষ টাকার অংক বসিয়ে স্বাক্ষর দিয়ে প্রদানের অভিযোগ আনা হয় সাহেদের বিরুদ্ধে।

এর আগে গত বছরের ৪ মার্চ সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সাহেদের বিরুদ্ধে ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি প্রতারণা মামলা দায়ের করেন ব্যবসায়ী শামসুল মাওলা। সাহেদের দেয়া ১০ লক্ষ টাকা করে ২ টি চেকে ২০ লক্ষ টাকা ও আরও একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় এ ৩ মামলা করেন তিনি।

সেই মামলাগুলোর পরোয়ানার ভিত্তিতে ঢাকা থেকে মঙ্গলবার সাহেদকে সিলেটে নিয়ে আসা হয়।

ফেব্রুয়ারি ১৬, ২০২১ at১৬:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আকি/একেআর/এমএসএইস