চৌগাছা পৌরসভায় নৌকার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বি এম মোজাম্মেল হক বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়ন ও শান্তির প্রতীক। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আসন্ন পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন।

বুধবার বিকালে পৌরসদরের ছারা বালিকা বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেলের নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান ।

তিনি আরো বলেন,আমি নৌকা নিয়ে আপনাদের মাঝে শান্তির বার্তা নিয়ে এসেছি। নৌকা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামীলীগের চেতনার প্রতীক। আসন্ন চৌগাছা পৌর নির্বাচনে দলীয় নেতা-কমীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেলকে ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুজিদ, সহ-সভাপতি আলী রাইহান, যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিপু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক দেবাশিষ মিশ্র জয়, জেলা পরিষদ সদস্য হবিবর রহমান হবি, দেওয়ান তৌহিদুর রহমান, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, রেজওয়ান হাবিব আলিফ, আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, শেখ আনোয়ার হোসেন, ইব্রাহিম খলিল বাদল, যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অমিত কুমার বসু, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, দেওয়ান আনিচুর রহমান, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান সিদ্দিক, জি এম গোলাম মোস্তফাসহ উপজেলা,ইউনয়ন,পৌরসভার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি ১০, ২০২১ at২০:৫৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ এমই/এমএসএইস