সিলেটে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ৩ হাজার ৯৫৪ জন্য

সিলেটে গত দু’দিনে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ৬ সহস্রাধিকের বেশি। সিলেট স্বাস্থ্য বিভাগীয় সূত্রে জানা গেছে, ভ্যাকসিন প্রয়োগের দ্বিতীয় দিন সিলেটের চার জেলায় ভ্যাকসিন গ্রহন করেছেন মোট ৩ হাজার ৯৫৪ জন। এর মাঝে সিলেট জেলায় সর্বোচ্চ ১ হাজার ৭৪৮ জন, সুনামগঞ্জে ৭৯১ জন, হবিগঞ্জে ৫২১ জন ও মৌলভী বাজারে ৮৯৪ জন। আর প্রথম দিন রোববার সিলেট বিভাগে ভ্যাকসিন গ্রহন করেছেন ২ হাজার ৩৯৬ জন।

সিলেট সিটিতে করোনা ভ্যাকসিন দুটি কেন্দ্র রয়েছে এর ভেতরে ১৩ টি বুথে টিকা কার্যক্রম চলছে যে দুটি কেন্দ্র রয়েছে, সেটি হলো সিলেট ওসমানিহাসপাতাল ও পুলিশ লাইন্সহাসপাতাল। ওসমানিতে রয়েছে ১২ টি বুথ অপরটি রয়েছে পুলিশ লাইন্সহাসপাতাল।

দ্বিতীয় দিনে সিলেটের দুটি কেন্দ্রে ১২শ ১৯ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। সিলেট ওসমানীহাসপাতালে টিকা নিয়েছে ১ হাজার ৬৯ জন। এর মধ্যে রয়েছেন পুরুষ ৭১৩ জন, নারী ৩৫৬ জন। পুলিশ লাইন্সহাসপাতালে টিকা নিয়েছেন পুরুষ ১২১জন ও নারী ২৯ জন। বিষয়টি আমাদের প্রতিবেদকে নিশ্চিত করেছেন সিলে সিটি করর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।

এদিকে সিলেট বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক মো.আনিসুর রহমান বলেন, যত সময় গড়িয়েছে সিলেটের মানুষ ভ্যাকসিন গ্রহণ করছেন। সরেজমিন ঘুরে দেখা যায়,যারা ভ্যাকসিন গ্রহণ করছে বেশির ভাগ বয়সী হচ্ছে ৪০ বছর থেকে উর্ধ্বমুখী বয়সী নারী ও পুরুষ। সিলেটের বিভিন্ন উপজেলায় দেখা যায় গ্রামগঞ্জে মানুষের মাঝে করোনা ভ্যাকসিন নিয়ে তেমন কোন আগ্রহ বা উদ্দিপনা দেখা যায়নি।

ফেব্রুয়ারি ০৯, ২০২১ at১৭:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/একেআর/এমআরএইস