নদী বাঁচাতে রাণীশংকৈলে এলাকাবাসির মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২৮ জানুযারি বৃহস্পতিবার নদী বাঁচাও মানববন্ধন অনুষ্ঠিত হয়। “টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ ও প্রোমোট যুব নেটওয়ার্কের আয়োজনে পৌরশহরের বন্দর বড় ব্রিজ সংলগ্ন কুলিক নদী সংলগ্ন পাকা সড়কে ক্যাম্পেইন উপলক্ষে মানববন্ধন করেন ইএসডিও প্রোমোট প্রকল্প।

এ সময় মানববন্ধনে রাণীশংকৈল ইএসডিও প্রকল্পের সমন্বয়ক আক্তারুল ইসলাম এবং “টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও” সংগঠন ও প্রোমোট যুব নেটওয়ার্কের সদস্যবৃন্দ ও এলাকার সকল স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ভূমিদস্যুদের হাত থেকে নদীর অস্তিত্ব বিলীন থেকে রক্ষা,সৌন্দর্য নষ্ট এবং নদী দখল রোধের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

জানুয়ারী, ২৯, ২০২১ at ১৮:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/এমটি/এইসকে/এমআরএইস