বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।

সাভার ক্যান্টনমেন্ট থেকে আসা মেজর মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনার পরে মঙ্গলবার বিকালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়ে ছিলেন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গুলো সাভার ক্যান্টনমেন্ট নেয়া হবে বলে জানানো হয়।

জানুয়ারী, ১৯, ২০২১ at ১৯:০৩:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমও/এমএমআর