কেশবপুরের পাঁজিয়ায় আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া কালীবাড়ী মাঠে রবিবার বিকালে আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জাকির হোসেন লাল্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগনেতা ও আর্ন্তজাতিক ব্যাবসায়ী জসিম উদ্দীন। প্রধান অতিথি হিসাবে আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শম্ভুনাথ বসু, হাদিউজ্জামান জয় ও হাবিবুর রহমান হাবিব। আয়োজকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ডালিম বিশ্বাস, সিন্টু ঢালী, আলামিন গাজী, পিন্টু ঢালী, রফিকুল ইসলাম খান, মাসুম বিল্লাহ, শরিফুল খান, সাইফুল ইসলাম, মতিন সরদার, তনু রায়, রায়হান সিদ্দিক শিপন, শাহিন শাগর সিন্টু, লিটন হোসেন, সাহেব আলী বিশ্বাস, আব্বাস বিশ্বাস, জাহিদুর রহমান রুবেল, মুনছুর আলী গাজী, মশিয়ার বিশ্বাস, কুদ্দুস ঢালী, আনজিলা, রিপন, আরিফুর রহমান, সিমান্ত বিশ্বাস, জসিম গাজী, ইব্রাহীম, সাকিব আজাদ, ইমরান হোসেন, গোপাল, আজিজুর রহমান, আরিফুল ইসলাম, রুদ্র মাহমুদ, বাচ্চু রহমান, তুহিন গাজী, মনি, সাগর হোসেন, শাহীন শেখ, সাব্বির রহমান সুমন প্রমুখ। উদ্বোধনী খেলায় কেশবপুর নিধি স্পোটিং ক্লাব ট্রাইব্রেকারে ১ গোলের ব্যাবধানে অভায়নগরের ধোপাদী স্পোটিং ক্লাবেকে পরাজিত করে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন আব্দুর রাজ্জাক। ধারা বর্ননায় ছিলেন কামরুজ্জামান বুলু ও মহির উদ্দীন মাহী।

জানুয়ারী, ১৭, ২০২১ at ১৯:৪৯:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এমএমআর