উৎসব মুখর পরিবেশে সিলেটের ৭ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

সিলেটের ৭টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সিলেট বিভাগের যে ৭টি পৌরসভায় ভোট হচ্ছে : মৌলভী বাজারের কুলাউড়া (ব্যালট) ও কমলগঞ্জ (ব্যালট), সুনামগঞ্জ সদর (ব্যালট), ছাতক (ব্যালট) ও জগন্নাথপুর (ইভিএম), হবিগঞ্জের মাধবপুর (ব্যালট) এবংনবীগঞ্জ (ব্যালট)।

সূত্রে জানাযায় সকাল ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্র আরও জানিয়েছে, সব পৌরসভায় পুলিশের একটি স্ট্রাইকিং ফোর্স ও প্রতিতিন ওয়ার্ডে একটিকরে মোবাইল ফোর্স মাঠে রয়েছে। প্রতিতিন ওয়ার্ডে একটি করে র‌্যাবের টিম টহল দিচ্ছে। ১ লাখের বেশি ভোটার বিশিষ্ট পৌরসভায় চার প্লাটুন বিজিবি, ৫০ হাজার থেকে ১ লাখ ভোটারের পৌরসভায় তিন প্লাটুন এবং ১০ হাজার থেকে ৫০ হাজার ভোটারের পৌরসভায় দুই প্লাটুনএবং ১০ হাজারের কম ভোটারের পৌরসভায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিভাগের ২টি পৌরসভায় অধিকসংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুকিপূর্ণ পৌরসভা গুলোহচ্ছে মৌলভীবাজার জেলারকমলগঞ্জ, কুলাউড়া।

জানুয়ারী, ১৬, ২০২১ at১৩:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/একেআর/এমআরএইস