রাণীশংকৈলে ইটভাটা ভেঙে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার বাচোর ইউপি’র মধুয়াবাড়ি সুন্দরপুরে জেএমকে ভাটার মালিককে বৈধ কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানাসহ আংশিক অংশ ভেঙে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী চৌধুরী। এ সময় বন ও পরিবেশ বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, রংপুর বন ও পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমকে ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র এবং ডিসি স্যারের অনুমতি পত্র না থাকায় ইটভাটার মালিককে ১০ হাজার টাকাসহ আংশিক অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জে এম কে ইটভাটার মালিক জিতেন্দ্রনাথ রায় (চেয়ারম্যান) বলেন, ডিসি অফিসে সময়মত কাগজপত্র না পৌঁছানোর কারণে ভ্রাম্যমাণ আদালত ইটভাটায় জরিমানাসহ কিছু অংশ ভেঙ্গে দিয়েছে।

জানুয়ারী, ০৩, ২০২১ at ২১:১০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এইসকে/এমজেইউ