যুব সমাজই পারে সমাজকে সুন্দর করে সাজাতে

যুব সমাজই পারে সমাজকে সুন্দর করে সাজাতে। খেলাধুলাই পারে সমাজে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে যুব সমাজকে দূরে রাখতে। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই।গতকাল শুক্রবার বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর সোনারপাড়া যুব সমাজের উদ্যোগে শীত বস্ত্র বিতরন, সেচ্ছায় রক্ত দান, বৃক্ষ রোপন, গ্রামপরিস্কার ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন,বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনিত পৌরসভার মেয়রপ্রার্থী আলহাজ । রেজাউল করিম বাদশা। তিনি চাঁদপুর যুব সমাজের কর্মসুচী দেখে অভিভুত হয়ে বলেন, দেশের প্রতিটি এলাকার যুব সমাজ যদি এরকম কর্মসূচী হাতে নিয়ে কাজ করত তাহলে সমাজে আর সন্ত্রাস ও মাদক ঠাই পেতনা।

প্রধানঅতিথি একে একে, সেচ্ছায় রক্ত দান, বৃক্ষ রোপন, গ্রামপরিস্কার, ক্রীড়া প্রতিযোগিতাও শীর্তাথ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনের উদ্বোধন করেন। প্রধান উদ্দ্যোক্তা সাবেক ছাত্রনেতা ও নিশিন্দারা ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যনপ্রার্থী রাজিবুল করিম রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা রওশন আলী আলো, শাহিনুর ইসলাম টম্পি, নূরুল আমীন, মনোয়ার হোসেন বিপ্লব, সহিদুল ইসলাম নান্টু, শাহ আলম জনি, সোহাদ প্রামানিক, ফারুক, নাহিদ হাসান, সজল প্রমুখ। অনুষ্ঠানে সন্ধানী’র সহযোগিতায় রক্ত দানকর্মসূচী পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল ও ফলজ গাছ বিতরন করা হয়।

জানুয়ারি, ০১, ২০২১ at ১৯:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআইএস/এমআরএইস