ঝিকরগাছায় জমি নিয়ে গন্ডোগোলে বসতভিটা ভাংচুরের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে জমি-জায়গা সংক্রান্ত গন্ডোগোলে বসতভিটা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ হয়েছে।ঘটনাটি ঘটেছে, উপজেলার সোনাকুড় গ্রামে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোনাকুড় গ্রামের মৃত ইবাদত আলী সরদারের ছেলে রেজাউল ইসলাম (মন্টা) ও একই গ্রামের মৃত অনুকুল বিশ্বাসের ছেলে অমর কুমার ও সমর কুমারের সাথে জমি নিয়ে গন্ডোগোল চলছে। জমিটি দখল নেয়ার জন্য শনিবার সকাল সাড়ে ৯ টার দিয়ে অমর কুমার, তার ছেলে শান্ত কুমার ও সমর কুমার দেশীয় অস্ত্রসহ ৭/৮ জন লোক নিয়ে আমার বাড়ির বিচালী গাদা, গাছ গর্তন ও টিনের গোয়ালঘর ভাংচুর করেছে। তাদের কাছে দেশীয় অস্ত্র দা, শাপল, হেশু ও কাঁচি ছিল। এ ব্যাপারে ভুক্তভোগী রেজাউল ইসলাম তদন্ত পূর্বক সুষ্ঠ বিচার দাবী করে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।

রেজাউল ইসলাম জানান, আমরা দীর্ঘ ৩০ বছর যাবত এ জমিতে বসতভিটা স্থাপন করে বসবাস করছি। এখন তারা জমি তাদের দাবী করে, আমাদের উপর বিভিন্নভাবে হয়রানি করছে এবং বসতভিটা ভাংচুর করে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে।

ডিসেম্বর, ২৭, ২০২০ at ১৭:১৪:২২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এমআরএইস