চৌগাছা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি মতিন চৌধুরী সম্পাদক উজ্জ্বল

চৌগাছা (যশোর) সংবাদদাতাঃ যশোরের চৌগাছা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দঘোন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১৩ টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১১ টি পদ সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়। নির্বাচনে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক আলমগীর মতিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠ ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি শাহানুর আলম উজ্জ্বল নির্বাচিত হন। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সমাজের মধ্যে ছিল উৎসবের আমেজ। নির্বাচন পর্যবেক্ষনের জন্য স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, শিক্ষকবৃন্দ, চিকিৎসক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শৈলকুপায় অবৈধ ইটের ভাটায় পুড়বে দেড় হাজার মণ কাঠ, দেখবে কে?
আলেম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি ওলামা লীগের

নির্বাচনে ৩৫ টি ভোটের মধ্যে ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি বিকেল ৩ টায় ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে বাংলাদেশের আলো’র বিশেষ প্রতিনিধি ও গ্রামের কাগজের ঢাকা ব্যুরো প্রধান আলমগীর মতিন চৌধুরী, ও সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠ’র চৌগাছা প্রতিনিধি ও গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার শাহানুর আলম উজ্জ্বল নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দিতা করেন শিহাব উদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন খাজা ফজিল আইজ উজ্জ্বল।

অন্যান্য ১১টি পদে যারা মনোনীত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী, সহ-সভাপতি ওয়ালিউর রহমান, যুগ্ম সম্পাদক এ কে এম আল মামুন শাহীন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম, সমাজসেবা ও প্রচার সম্পাদক বাবলুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক খলিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য- শিহাব উদ্দিন, খাজা ফজিল আইজ উজ্জ্বল ও রেজাউল করিম সাগর।

নির্বাচনকে ঘিরে গোটা পৌর এলাকায় ছিল উৎসবের আমেজ। বাসস্ট্যান্ডসহ গোটা বাজার এলাকা ছিল সরগরম। নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিস মিশ্র জয়, থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন, থানার এস আই গিয়াস উদ্দীন, এস আই কুদ্দুস, এস আই নূরনবী, জেলা ডিএসবি সদস্য আব্দুস সাত্তার, থানার ডিএসবি সদস্য খাইরুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আব্দুল জলিল, চৌগাছা পৌরসভার সচিব গাজী আবুল কাশেম, আর্স বাংলাদেশের শাখা ব্যবস্থাপক অর্জুন স্বর, পৌর কাউন্সিলর আতিয়ার, আনিছুর রহমান, শাহিনুর রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক কামরুজ্জামান, সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সহকারি শিক্ষক নাসির উদ্দিন, হাজী সর্দার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, চৌগাছা সরকারি কলেজের সাবেক ভিপি জামিনুর রহমান, চুড়ামনকাঠি প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা আব্দুল করিম, মেহেদী হাসান লিখন, পল্লবী ক্লিনিকের পরিচালক মোঃ মিজানুর রহমান, পত্রিকা পরিবেশক শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক শাহীন মাহবুব, আলমগীর হোসেন, সাহিদুর রহমান, ডাক্তার গোলাম মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর, ০১, ২০২০ at ২০:০৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএমআই/এমআরআই