রাণীশংকৈলে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেনে কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। অতিথিরা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে সরকারের এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন। পরে ৫২০০ জন কৃষকদের মাঝে ৩০ কেজি করে সার ও ২ কেজি করে ভুট্টা বীজ প্রণোদনা প্যাকেট ও ৬৫৫ জন কে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

১৬ নভেম্বর, ২০২০ at ১৪:৪৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এইচকে/এমএআর