শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে বিদেশ ফেরত রতন মিয়া (৩০) নামের এক যুবক নতুন বাড়ি নির্মানের কাজে বৈদ্যুতিক মোটর চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার সময় ওই যুবক মারা যায়।

সরেজমিনে জানা গেছে, উপজেলার বিহার ইউনিয়নের ধামাহার দক্ষিন পাড়া গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে রতন মিয়া (৩০) বৃহস্পতিবার দুপুরে তার নবনির্মিত বাড়ির ছাদে পানি দেওয়ার জন্য পাশের পুকুরে বৈদ্যতিক মোটর লাগান। পানি তোলার এক পর্যায়ে ভুলবসত নিজেই ওই মোটরের বৈদ্যতিক তারের সাথে জরিয়ে যায়।

আরও পড়ুন:
শার্শায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীসহ নিহত দুই
লালপুরে মাস্ক পড়া নিশ্চিত করতে জনসচেতনামূলক প্রচারভিযান 
সিরাজগঞ্জে ৩৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার

এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে। মৃত রতন নামের ওই যুবক দির্ঘ ১০ বছর বিদেশে থাকার পর দেশে এসে তিনমাস পুর্বে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিলেন। দির্ঘদিন বিদেশে থেকে দেশে এসে আয়ের টাকা দিয়ে নতুন বাড়ি নির্মান করলেও অকাল মৃত্যুর কারণে বাড়িতে রাত্রি যাপন সম্ভব হলোনা তার।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, ওই যুবকের মৃত্যুর পর শিবগঞ্জ থানায় একটি ইউ.ডি মামলা নেওয়া হয়েছে। পরিবারের কোন অভিযোগ নাথাকায় তদন্ত সাপেক্ষে মৃত দেহ তার বাবাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

১২ নভেম্বর, ২০২০ at ১৬:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/আরএইচ