যশোরে নিউজ নেটওয়ার্কের দ্বিতীয় পর্বের কর্মশালা সম্পন্ন

যশোরে নারী ও বালিকাদের অধিকার সুরক্ষাকারীদের অ্যাডভোকেসি, লবিং ও নেগোসিয়েশন বিষয়ক ১২ দিনব্যাপী কর্মশালার চার ব্যাচের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে। নিউজ নেটওয়ার্কের আয়োজনে স্থানীয় সিটি প্লাজা হোটেলের কনফারেন্স কক্ষে শনিবার দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে এ পর্ব সমাপ্ত হয়। রবিবার (৮অক্টোবর) থেকে কর্মশালার তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। দুই নভেম্বর শুরু হওয়া এ কর্মশালা ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

চার ব্যাচে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী এ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাম্মী ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মশালার রিসোর্স পারসন এবং উন্নয়ন ও মানবাধিকার কর্মী নিশাত জাহান রানা, দৈনিক স্পন্দনের নির্বাহি সম্পাদক মাহাবুব আলম লাভলু, বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম যশোর জেলা ককাসের সভাপতি ও যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার ও নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস ও যশোর জেলা ককাসের সহসভাপতি শিখা বিশ্বাস। কর্মশালায় সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষক, সংস্কৃতি ও সমাজ কর্মীরা অংশ নেন।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নিউজ নেটওয়ার্কের ‘সাপোটিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় যশোরেও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।