রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

‘আদিবাসী হত্যা দিবস’ রাজশাহী মহানগরীতে জাতীয় আদিবাসী পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল হত্যাকা-ের চার বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। এই দিনটিকে ‘আদিবাসী হত্যা দিবস’ হিসেবে পালন করেন আদিবাসীরা।

এ উপলক্ষে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখা। মানববন্ধন থেকে সকল আদিবাসী হত্যার দ্রুত বিচার দাবি করা হয়। পাশাপাশি আদিবাসীদের অধিকার রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।

বক্তারা বলেন, গাইবান্ধায় পুলিশের গুলিতে তিন সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডির হত্যার চার বছর পার হয়ে গেলেও হত্যাকা-ের বিচার হয়নি। সম্প্রতি পিবিআই অভিযোগপত্রে প্রধান আসামি তৎকালিন এমপি আবুল কালাম আজাদ ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ অভিযুক্তদের বাদ দিয়েছে। আদিবাসী-বাঙালিরা রিক্যুইজিশনকৃত বাপ-দাদার জমি এখনো ফেরত পায়নি। ক্ষতিগ্রস্থদের যথাযথ পুর্নবাসনের কোন উদ্যোগ সরকার এখনো নিতে পারেনি। এতে আদিবাসী-বাঙ্গালিদের মাঝে সুষ্ঠু বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। তার এসবের প্রতিবাদ জানান এবং সমাধান চান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, নগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী মুক্তিযোদ্ধা বাস্তবায়ন মঞ্চ সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের জেলার সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন- জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজকুমার সাঁও, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ কুমার মুন্ডা, সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, অর্থ সম্পাদক অনিল রবিদাস, সদস্য শিউলী মার্ডি, আদিবাসী যুব পরিষদের জেলা কমিটির সভাপতি উপেন রবিদাস, সদস্য উত্তম কুমার মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদের গোদাগাড়ী উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম প্রমুখ।