শার্শা ছাত্রলীগ সভাপতি রহিমকে বহিস্কার

যশোর শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারকে বহিস্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া আব্দুর রহিমকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগের ঘটনা তদন্তের জন্য মহিউদ্দিন শিকদার লিপু ও ইন্দ্রনীল দেব শর্মা রনিকে এক সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সভাপতি রহিম সরদার ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত। সম্প্রতি সে শার্শা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ন্যাক্কার জনক ঘটনার জন্ম দিয়েছে। সে নাভারণের যুবলীগ নেতা তুজাম হত্যা মামলার এক নম্বর আসামি।