চৌগাছায় দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যশোরের চৌগাছায় দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের জনবহুল পত্রিকা দৈনিক লোকসমাজ এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বিকেলে চৌগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও কেক কাটা হয়।

প্রেসক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন চৌগাছা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি আব্দুস সালাম।

বিশেষ অতিথির আলোচনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক খাজা ফজিল আইজ উজ্জল।

দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অন্যানের মধ্যে আলোচনা করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাবলুর রহমান, নিভৃতচারী সংকলনের সম্পাদক সাংবাদিক এম হাসান মাহমুদ, পত্রিকা পরিবেশক সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম, কবি আবু জাফর, কবিরুল ইসলাম, শামীম রেজা, টিপু সুলতান প্রমুখ। এ সময় সাংবাদিক মহিদুল ইসলাম, শিপলু খান, ইমাম হাসান সাগর, এহসান জামিল, হাসান ইমাম সাগর, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে লোকসমাজ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক দক্ষিনবঙ্গের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা ও পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রহমানিয়া জামে মসজিদের ইমাম মাওঃ হুমায়ুন কবির।

আলোচনা সভা পূর্বে লোকসমাজ পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ। কেক টাকার মুহূর্তটি আনন্দঘোন পরিবেশে সমাপ্ত ঘটে।

৩১ অক্টোবার, ২০২০ at ১৯:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এমএআর