বাঁকড়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ. রাজ্জাক স্মরণে দোয়া মাহফিল

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আব্দুর রাজ্জাক ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জোহরবাদ বাঁকড়া কওমী মাদ্রাসা জামে মসজিদে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্মৃতিচরণ করেন ও উপস্থিত ছিলেন, মরহুমের ছোট ভাই যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জন ডা. এএইচএম আব্দুর রউফ, ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাত হোসেন কলিম, ঝিকরগাছা বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর শুকুর, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আছিরউদ্দীন, সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার, বাজার কমিটির সাবেক সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাংবাদিক আবুল কাশেম, মাস্টার হেলালউদ্দীন খান, মুফতি মাওলানা তাওহিদুর রশিদ রিয়াদ, মাওলানা ইয়াকুব আলী, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল আলিমসহ মরহুমের নিকট আত্মীয়-স্বজন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর বাঁকড়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আব্দুর রাজ্জাক বাড়ি থেকে যশোর যাওয়ার পথে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগা নামকস্থানে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক রিপন হোসেনসহ তিনি মারা যান। অধ্যক্ষ মরহুম আব্দুর রাজ্জাক মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের স্কুল শিক্ষক ইলাই বক্সের পুত্র এবং রিপন হোসেন একই গ্রামের হোসেন আলীর পুত্র।

২৫ অক্টোবার, ২০২০ at ১৮:০১৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এমএএস