দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর, সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল-মোজাহিদ, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু প্রমুখ। আলোচনা সভায় শিবগঞ্জ উপজেলার ৫৪টি পূর্জা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

১২ অক্টোবার, ২০২০ at ১৫:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/ইইই