ধর্ষক কোনো পরিচয় বহন করে না: মাশরাফি বিন মোর্ত্তজা

ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরা প্রতিবাদের নেমে এসেছেন রাজপথে। এতে শামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শুরুটা করেছিলেন সাকিব আল হাসান, এরপর একে একে অন্য ক্রিকেটাররা ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে থাকেন।

ধর্ষকদের কোনো পরিচয় নেই জানিয়ে মাশরাফি বলেন, ‘হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত; হয়তো চেহারায় নয়, মানসিকতায়।

এবার মাশরাফি বিন মোর্ত্তজাও সেই কাতারে যুক্ত হলেন। তিনি জানালেন, ধর্ষকরা কোনো পরিচয় বহন করে না। তারা চেহারা বা মানসিকতায় কুৎসিত। আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মাশরাফি।

এর আগে গতকাল সাকিব আল হাসান ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন। এরপর মুশফিকুর রহিম ও রুবেল হোসেনরাও ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলেন।

০৯ অক্টোবার, ২০২০ at ১০:৫৩:৪২ (GMT+06)

দেশদর্পণ/আক/ইইই