চৌগাছায় আ.লীগে ঠাঁই নিলেন জাতীয় পার্টি ত্যাগ করা নুরুল কদর

যশোরের চৌগাছা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান নুরুল কদরের নতুন ঠিকানা আওয়ামীলীগ। সোমবার চৌগাছার ডিভাইন সেন্টারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় সংসদ সদস্যের হাতে ফুলের তৈরী নৌকা প্রতীক তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।

নুরুল কদরের আওয়ামীলীগে যোগদান নিয়ে চৌগাছার রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা শুরু হয়েছে। অনেকে মনে করছেন চেয়ারম্যান হওয়ার জন্যই তিনি দল ত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করেছেন।

নুরুল কদর জানান, জাতীয় পার্টি নিজের আদর্শ থেকে সরে এসেছে, বিশেষ করে যশোর জেলা জাতীয় পার্টির কর্মকান্ডে তিনি চরম হতাশ হয়ে সম্প্রতি দল ছেড়েছেন। রাজনীতি করা মানুষ আমি, তাই চুপ করে বসে থাকতে পারেনি। অবশেষে আওয়ামীলীগে যোগদানের সিদ্ধান্ত গ্রহন করি এবং সোমবার আনুষ্ঠানিক ভাবে দলে যোগদান করি।

এক প্রশ্নর জবাবে তিনি বলেন, স্বরুপদাহ ইউনিয়নে আমার বাড়ি, ওই ইউনিয়নে আমি অত্যান্ত নিষ্ঠার সাথে ৫ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আসন্ন ইউপি নির্বাচনেও প্রার্থী হবো ভাবছি, বাকি দলের সিদ্ধান্ত।