শিবগঞ্জ থানা পুলিশের চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার-২

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালামালসহ ২জনকে গ্রেফতার করার খবর পাওয়া যায়। শিবগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ২ঘটিকার সময় উপজেলার খোলাছিয়া গ্রামের রনি প্রামাণিক এর বাড়ি থেকে একটি টিউবওয়েলের মটর ও একটি গ্যাসের সিলিন্ডার চুরি হয়।

ঐ চুরির মালামাল বিক্রির সময় শিবগঞ্জ থানার একটি চৌকস টিম ২৭ সেপ্টেম্বর রবিবার রাতে চুরির মালামালসহ উপজেলার মেদিনীপাড়া গ্রামের মেহেদুল (৫০) কে চোরাই মালামালসহ থানায় নিয়ে আসা হয়, মেহেদুলের তথ্য অনুযায়ী মেদিনীপাড়ার আক্কাস আলী (৪০) কেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার ও মালামাল উদ্ধারের খবর পেয়ে রনি থানায় আসলে নিশ্চিত হয় এই চুরির মালামাল তার। পরবর্তীতে মেহেদুল ২৮ সেপ্টেম্বর সোমবার শিবগঞ্জ থানায় ৪জনকে আসামি করে একটি এজহার দায়ের করে। মামলার অপর আসামীরা হলেন আল-আমীন ও ভূট্টা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, এঘটনায় ২জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

২৮ সেপ্টেম্বর, ২০২০ at ২১:৩৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআই/এমএএস