বসত বাড়ীর প্রাচীর নির্মাণ কে কেন্দ্র করে সংঘর্ষে গৃহবধুসহ আহত ৬

বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ীর প্রাচীর নির্মাণ কে কেন্দ্র করে সংঘর্ষে গৃহবধুসহ উভয় পক্ষের আহত ৬, থানায় অভিযোগ। জানা যায়, পৌর এলাকার তেঘরী গ্রামের আইয়ুব উদ্দিন এর ছেলে মাসুদ, আফছার আলীর ছেলে সরবুল্লাহ, আব্দুল এর ছেলে আঃ রাজ্জাক এর সঙ্গে একই গ্রামের মৃত. মিছির আলীর ছেলে সমসের আলী, জমসেদ আলী ও মতলেব এর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বসত বাড়ীর ৩২ শতক জায়গা নিয়ে বিবাদ চলে আসছে।

শুক্রবার সকাল ৯টায় মাসুদ গং বসত বাড়ীর সীমানা প্রাচীর ইট দ্বারা নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ সমসের আলী গং বাঁধা প্রদান করে। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের গৃহবধু সহ ৬ জন আহত হয়। আহতরা হলেন গৃহবধু জোসনা বিবি, মানুজান বেগম, কল্পনা বেগম, মাছুদ প্রাং, স্বপন ও সমসের আলী।

থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সমশের আলীর ছেলে ঢাকা ওয়াশা’র বিলিং সহকারী মোঃ জুয়েল মিয়া বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তিতে প্রতিপক্ষরা জোরপূর্বক ভাবে প্রাচীর নির্মাণ করছে। আমরা বাঁধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালিয়ে মারপিটসহ ঘরের আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

প্রতিপক্ষরা ভূয়া কাগজপত্র তৈরী করে দখল করার চেষ্টা করছে। এ ব্যাপারে মাসুদ প্রাং বলেন, বসত বাড়ীর ৩২ শতক জায়গা আমরা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করছি। যাহার প্রয়োজনীয় কাগজপত্র আমাদের নামে রয়েছে। সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিটের ঘটনা ঘটায়।

প্রতীপক্ষদের বাড়িতে কোন লুটপাট বা ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের সম্পর্কে গোটা গ্রামের সাধারণ মানুষ অবগত আছেন। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

২৫ সেপ্টেম্বর, ২০২০ at ১৮:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এমএএস