ঘূর্ণিঝড়ে অভয়নগরের তিন গ্রাম লণ্ডভণ্ড

যশোরের অভয়নগরে এক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে তিন গ্রাম। ভেঙে পড়েছে হাজার হাজার গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। ছিঁড়েছে বিদ্যুতের তার, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

রবিবার সকালে বজ্রপাতসহ শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির শেষ পর্যায়ে দমকা হাওয়া বইতে শুরু করে। একপর্যায়ে দমকা হাওয়া ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে তা উপজেলার তিনটি গ্রাম- মোয়াল্লেমতলা, অভয়নগর ও ভাটপাড়ার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ সময় ঘূর্ণিঝড়ে ওই তিন গ্রামের হাজারো ফলদ-বনজ ও ওষুধি গাছ ভেঙে পড়ে। তার ছিঁড়ে পড়ায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।

উপজেলার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, ঘূর্ণিঝড়ে আমার ইউনিয়নের ভাটপাড়া ও অভয়নগর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা দিতে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শরিফ আহম্মেদ রুবেল জানান, ঘূর্ণিঝড়ের বিষয়টি জানতে পেরেছি। ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে।

২০ সেপ্টেম্বর, ২০২০ at ১৯:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআর/এমএআর