জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

যশোরের কেশবপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে অভ্যান্তরীন জলাভূমি এবং প্লাবিত ধানক্ষেত, সরকারী প্রতিষ্ঠানিক ও প্লাবিত জলাশয়ে ৪ শত কেজি মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় বুধবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, উপজেলা সহকারী মৎস্য অফিসার এম আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, থানার এস আই আব্দুল আজিজ প্রমুখ।

০৯ সেপ্টেম্বর, ২০২০ at ২১:২৩:০৬ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এনআফটি