বিনামূল্যে ছাগল বিতরণ করলো বিজিবি

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ছাগল বিতরণ করলো বিজিবি। ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়। রোববার ৫০ বিজিবি’র লেজার ক্যান্টিনের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণের অংশ হিসেবে কেভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় ৩ জন গরীব ও অসহায় ব্যক্তির মাঝে ১টি করে উন্নত জাতের ছাগল বিতরণ করেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শহীদুল ইসলাম, পিএসসি। এ সময় ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সীমান্তবর্তী গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতার নিমিত্তে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন ইতিমধ্যে ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি সেলাই মেশিন, ভ্যান-রিক্সা ও গবাদি পশু বিতরণ কার্যক্রম চলমান রেখেছে।

০৯ সেপ্টেম্বর, ২০২০ at ১৬:২৫:৫৬ (GMT+06)
দেশদর্পণ/আক/এএ/এনআফটি