ভুয়া চিকিৎসক দম্পতিকে সাজা

সিরাজগঞ্জে পৌর নিউ মার্কেটের ২য় তলায় পাইলস কেয়ারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসককে দেড় বছরের সাজা ও তার স্ত্রীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার উকিলপাড়া মহল্লার মো. মিল্টন তালুকদার (৪৫) ও তার স্ত্রী মোছা. পারভিন খাতুন (৪০)।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সৌমিত্র বাসক ও র‌্যাবের কোম্পানি কমান্ডার এএসপি মিরাজ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় পৌর নিউমার্কেট ও উকিলপাড়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় দীর্ঘদিন ধরে পাইলস, ভগন্দরসহ মলদ্বারের বিভিন্ন সমস্যার জন্য ভুয়া চিকিৎসা প্রদানের দায়ে মিল্টন তালুকদারকে দেড় বছর সাজা ও তার স্ত্রীকে ৩০ হাজার টাকা জরিমানা কর হয়েছে।
তিনি আরও বলেন, জনগনের অধিকার ও স্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

০৯ সেপ্টেম্বর, ২০২০ at ১৪:৫৯:১৮ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এনআফটি