চোখ ও হাত বেঁধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা : স্বামী আটক

রাজশাহীর চারঘাট উপজেলায় রেহেনা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে চোখ ও হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার অনুপমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে বৃদ্ধার স্বামী বেলাল হোসেন (৭৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, প্রায় ২০ বছর আগে তিনি পেশাদার ডাকাত ছিলেন। ডাকাতি করতে গিয়ে তার দুই ছেলে মারা গেছেন। তার বিরুদ্ধে ডাকাতি মামলাও আছে। তবে তিনি এখন ভ্যান চালক।

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কু-ু জানান, ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালে ওই বাড়িতে হাত ও মুখ বাঁধা লাশ থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। বাড়িতে শুধু বেলাল এবং তার স্ত্রী রেহেনা ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

০৮ সেপ্টেম্বর, ২০২০ at ১৬:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এনআফটি