বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ৭০ লাখ ছাড়াল, মৃত্যু ৮ লাখ ৮২ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৮২ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লাখ ২ হাজার ২২৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৮২ হাজার ৫৩ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৫৮০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৭৫ হাজার ৬১৪ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৯৩২ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৩৭ হাজার ৫২১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬৫০ জনের।

আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন। আর মৃত্যু হয়েছে ৭০ হাজার ৬২৬ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান আট নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ৩৪ হাজার ২৩ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৫৫৮ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১৩তম। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৫০০ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৪০ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ৩২ জনের। সবমিলিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৭৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২১ হাজার ২৭৫ জন।

০৭ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/সক/এমএআর