সিরাজগঞ্জে ৯টি উপজেলা ইউএনও’র বাস ভবনে আনসার মোতায়েন

সিরাজগঞ্জের ৯টি উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবনে নিরাপত্তার জন্য ৩৬ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ৪জন করে আনসার সদস্য আগ্নেঅস্ত্রসহ তারা দায়িত্ব পালন করছেন।

রবিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মওলা।

তিনি জানান, অনভিপ্রেত ঘটনা ঠেকাতে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৪জন করে মোট ৩৬জন আনসার নির্বাহী অফিসার দের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে। আনসাররা প্রত্যেক উপজেলা পরিষদ একাডেমীতে ক্যাম্প স্থাপন করেছেন। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের এই ডিউটি অব্যাহত থাকবে।

সদর উপজেলা নির্বাহী মো. আনোয়ার পারভেজ জানান, গত (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আনসার সদস্য আমার বাসভবনে ডিউটি শুরু করেছেন। তারা এ সংক্রান্ত পত্র আমাকে দিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে চিকিৎসা করা হচ্ছে।

০৬ সেপ্টেম্বর, ২০২০ at ১৪:০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আআর/এমএআর