শিবগঞ্জের বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরে বাল্য বিবাহ প্রতিরোধে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধে কাজী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিবগঞ্জ উপজেলায় বাল্য বিবাহের হার সাড়া দেশের মধ্যে ২য়। তাই বাল্য বিবাহের হার শূণ্যর কোটায় নিয়ে আনতে হলে কাজী ইমান, জন প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগীতার প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রাসেল খান, ইউপি সদস্য ছানাউল হক ছানা, আলাউদ্দিন, তোফা, বাদল প্রমূখ। উল্লেখ্য বাল্য বিবাহ প্রতিরোধে সকলের সহযোগীতায় আগের তুলনায় অত্র ইউনিয়নে বাল্য বিবাহের হার অনেক কমিয়ে এসেছে।

০৩ সেপ্টেম্বর, ২০২০ at ১৩:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআই/এমএআর