একদিনে আক্রান্তে ভারতের বিশ্ব রেকর্ড

বিশ্বের অনেক দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমতির দিকে তখন উল্টো চিত্র ভারতে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড আক্রান্ত দেখেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব তুলে ধরে বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় ৮৩ হাজার ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এক দিনের হিসেবে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশে এত আক্রান্তের ঘটনা ঘটেনি।

ভারতে করোনা সংক্রমণ ধরা পড়ার পর শনাক্তের সংখ্যা এই প্রথম ৮৩ হাজার ছাড়াল। গত চার দিনের মধ্যে তিন দিনই ৮০ হাজার ছাড়ানো আক্রান্তের ঘটনা ঘটল। তাতে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের বার বাড়ন্ত রূপই প্রকাশ পাচ্ছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনার হিসেব তুলে ধরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একদিনের আক্রান্তের রেকর্ডে ভারতের কাছাকাছি অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে ১৬ জুলাই ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট ছেড়ে যায় ভারত।

চব্বিশ ঘণ্টায় ৮৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৫৩ হাজার। বৈশ্বিক তালিকায় আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি, এশিয়ার মধ্যে শীর্ষে।

রাজ্য হিসেবে সবশেষ একদিনে আক্রান্তের রেকর্ড হয়েছে মহারাষ্ট্রে, ১৭ হাজার ৪৩৩ জন। রাজ্যটিতে এর আগে শনাক্তের রেকর্ড হয়েছিল ২৯ আগস্ট, ১৬ হাজার ৮৬৭ জন। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে আরও ২৯২ জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার।

গোটা ভারতে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৪১৫ জন। করোনায় মৃত্যুর বৈশ্বিক তালিকায়ও তৃতীয়স্থানে ভারত।

করোনায় দেশটিতে মোট মৃত্যুর ৩৭ শতাংশই মহারাষ্ট্রের। সাড়ে ৭ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে তামিলনাড়ু আছে দ্বিতীয়স্থানে।

এদিকে ওয়ার্ল্ডে মিটারের হিসেব মতে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬১ লাখ; এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬৭ হাজার মানুষের। আক্রান্ত-মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়স্থানে ব্রাজিল।