মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাথে এমপির মতবিনিময়

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোর-৬ আসনের নব নির্বাচিত এমপি শাহীন চাকলাদার।

শুক্রবার বিকালে কেশবপুর পৌরসভা হলরুমে মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্ববায়ক হারুন অর রশীদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার এমপি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাঁড়িতে মধুসূদন সংষ্কৃতি বিশ্ববিদ্যালয় গোটা যশোরবাসির প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নে আমি আপনাদের পাশে থাকবো।

সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমীন, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার দাস, যশোর তির্যকের সভাপতি দীপংকর দাস রতন।

মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক মনিরুল ইসলাম, রুখসানা ইসলাম শিল্পী, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল, যশোর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বুলু, মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান।

কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, মধুসূদন সংস্কৃতি বিশ্ব বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সৈয়দ আকমল আলী, নিজাম উদ্দীন, বাবর আলী গোলদার, মফিজুর রহমান নান্নু, স্বপন মন্ডল, উজ্জ্বল ব্যানাজী, সাংবাদিক উৎপল দে, অনুপম মোদক প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনি, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ কুন্ডু, ছাত্রলীগের ঐশি প্রমুখ