কেশবপুরে গোলাগুলিতে ১৫ মাদক মামলার আসামি নিহত

যশোরের কেশবপুর উপজেলায় মাদজ ও টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দু’দল মাদক ব্যবসায়ী মধ্যে গোলাগুলিতে ১৫ মাদক মামলার আসামি মনিরুজ্জামান (৩৮) নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ একটি শার্টার গান, দু’ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

থানা পুলিশ জানায়, কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন গাজি ওরফে মধুর ছেলে ১৫ মাদক মামলার আসামি মনিরুজ্জামানসহ দুই দল মাদক বিক্রেতার মধ্যে টাকা ও মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে দোরমুটিয়া গ্রামের একটি ইটের ভাটার পূর্বপাশে গোলাগুলিতে মনিরুজ্জামান নিহত হয়। সংবাদ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মনিরুজ্জামানের লাশসহ একটি শার্টারগান দু’রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে ।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, নিহত মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার নামে কেশবপুর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।