দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

চব্বিশ ঘণ্টায় আরও ৩ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা পৌনে ২ লাখ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৬০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাতে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান বাংলাদেশে প্রথম মেলে গত ৮ মার্চ।

প্রথম শনাক্তের পর দেশে করোনা রোগী সংখ্যা ৫০ হাজার ছাড়ায় ২ জুন। এরপর করোনার সংক্রমণ বেশি দ্রুততর হয়েছে।

লাখে পৌঁছানোর মাত্র ১৬ দিনে গত ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। সেখান থেকে তা দেড় লাখে পৌঁছাতে সময় লাগে ১৪ দিন; ২ জুলাই দেশে শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। বাকি সাত দিনে শনাক্তের সংখ্যা ছাড়াল পৌনে দুই লাখ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্তের দশ দিনের মাথায় ঘটেছিল প্রথম মৃত্যু। সংখ্যাটা এরই মধ্যে বাইশো ছাড়িয়েছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৪১ মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা এখন ২ হাজার ২৩৮ জন।

আশা জাগানিয়া ব্যাপার হলো দেশে সুস্থতার হার প্রতিদিনই বাড়ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৩ হাজার ৭০৬ জনসহ মোট করোনাজয়ী দাঁড়িয়েছে ৮৪ হাজার ৫৪৪ জনে। এর সঙ্গে মৃত্যুর সংখ্যা যোগ করলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৮৮ হাজার ৭১২ জন।

চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৪৯ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৪৮.১৭ শতাংশ।

জুলাই ০৯, ২০২০ at ১৮:০৩:১৬ (GMT+06)
দেশদর্পণ/আক/ডিবি/এমএআর