চৌগাছায় কপোতাক্ষ নদের উপর নির্মিত কাঠের সাঁকোর উদ্বোধন

যশোরের চৌগাছা নারায়ণপুর ইউনিয়নের হাজারাখানা গ্রামের পীর বলুহ দেওয়ানের মাজার সংলগ্ন কপোতাক্ষ নদের উপর কাঠের সাঁকো জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.এম মোস্তানিছুর রহমান ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কপোতাক্ষ নদের ওই স্থানে একটি জরাজির্ণ বাঁশের সাঁকো ছিল। স্থানীয় এক ব্যক্তি পারাপারের লোকজনের নিকট থেকে ৫ থেকে ১০ টাকা করে আদায় করতেন। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ও থানা অফিসার ইনচার্জ ওই ব্যক্তিকে সেখান থেকে টাকা উত্তোলন বন্ধ করার পাশাপাশি জরাজির্ণ বাঁশের সঁকোর স্থলে কাঠের সাঁকো নির্মানের ঘোষনা দেন। সেই ঘোষনা মোতাবেক এডিবির অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মান করে তা জনগনের চলাচলের জন্য বুধবার খুলে দেয়া হয়। নতুন এই কাঠের সাঁকো কোন প্রকার টাকা ছাড়া যে কেউ ব্যবহার করতে পারবেন বলে জানান উপজেলা প্রশাসন।