বাজেট পাসের আগেই বেড়েছে পণ্যের দাম!

প্রতি বছর বাজেট ঘোষণার পরপরই নিত্যপণ্যের দাম বাড়ে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানোর কথা বলা হয়েছে তা আগামী মাস থেকে কার্যকর হওয়ার কথা। অথচ বাজেট উপস্থাপনের দিন থেকেই বেড়েছে মোবাইলে কথা বলার চার্জ। কোম্পানিগুলো মেসেজ দিয়ে তা জানিয়েও দিয়েছে। এছাড়া বেড়েছে সব ধরনের বিড়ি সিগারেটের দাম। যদিও যেসব পণ্যের দাম কমার কথা রয়েছে, তাতে কোনো প্রভাব পড়েনি।

২০২০-২১ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, আটা, আলু, পেঁয়াজ, রসুনের স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে উৎসে আয়কর কমানো হয়েছে। পাশাপাশি কমেছে আমদানি করা চিনি ও রসুনের অগ্রিম আয়কর। তবে বাজারে এসব পণ্যের দাম কমার কোনো লক্ষণ দেখা যায়নি।

আরও পড়ুন :
করোনায় যেসব বিশিষ্টজনদের হারাল বাংলাদেশ
করোনা বিল গেটসের তৈরি!
পাকা আম সংরক্ষণের উপায়

বাজেটে বিলাসী কিছু পণ্যের শুল্ক বাড়ানো হলেও নিত্যপণ্যের শুল্ক-কর খুব বেশি বাড়ানো হয়নি। এ ছাড়া বিলাসী যেসব পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে সেটি বাস্তবায়ন হবে নতুন অর্থবছরের প্রথম দিন থেকে, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। কিন্তু বাজেট ঘোষণার পরদিন শুক্রবার থেকে রাজধানীর বাজার গরম হয়ে পড়েছে। জানা গেছে, বাজেটের অজুহাত দেখিয়েই কয়েকটি পণ্যের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। জানতে চাইলে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, বাজেটে নিত্যপণ্যে তেমন কোনো শুল্ক আরোপ করা হয়নি। এরপরেও নিত্যপণ্যের দাম বাড়লে বুঝতে হবে, যারা দাম বাড়িয়েছে তারা অবিবেচনাপ্রসূত কাজ করেছে। এ ধরনের ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেয়া দরকার।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজেট পাস হলে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে। তবে বাজেট পেশের পরদিনই বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। ভরা মৌসুমে গত দুই বছরের মধ্যে এবারই চালের দাম সবচেয়ে বেশি বাড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজেট ঘোষণার আগেই চাল মজুত করেছে সরকার; তাই মিল মালিকদের সিন্ডিকেটের কারণেই চালের দাম বেড়েছে বলে মনে করেন তারা।

বাজার ঘুরে দেখা গেছে, আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়বে বাজেটে এমন ঘোষণার পর কেজিপ্রতি ২/৩ টাকা করে বেড়েছে পেঁয়াজের দর। এর প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের বাজারেও। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্য ডাল, আদা, রসুন, সয়াবিন তেলসহ সব ধরনের মুদি পণ্যের দাম সহনীয় থাকলেও বাজেট পাসের পর তা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

জুন ১৪, ২০২০ at ১৩:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ভক/এমএআর