যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপরিবারে করোনা আক্রান্ত

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় তার স্ত্রী ও সন্তানসহ করোনা আক্রান্ত হয়েছেন। ডা. দিলীপ কুমার রায় বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসাতেই আছি। শারীরিক কিছু দুর্বলতা ছাড়া এমনিতেই ভালো আছি।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানান, গত ৮ ও ৯ জুন তাদের শরীর থেকে নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্যে। নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জানতে চাইলে ডা. দিলীপ কুমার রায় বলেন, গতকাল আমার রিপোর্ট পেয়েছি। আগের দিন স্ত্রীর। আমরা বর্তমানে আমাদের কেশবপুরের বাড়িতে অবস্থান করছি। কিছুটা দুর্বলতা অনুভব ছাড়া শারীরিক অবস্থা সবারই ভালো।

তিনি বলেন, আমাদের ব্যক্তিগত গাড়িচালক রানাপ্রসাদ সানির (৪৮) শরীরের নমুনা আজ পাঠানো হয়েছে।

স্বাস্থ্যবিভাগের একটি সূত্র জানায়, তত্ত্বাবধায়কের স্ত্রী ডা. অঞ্জনা যশোর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট অ্যানেসথেসিস্ট। তিনি ক্যানসারে আক্রান্ত। সিরাজগঞ্জের একটি ক্যানসার হাসপাতালে রেডিও থেরাপি দিয়ে গত ৭ জুন (রবিবার) ডা. অঞ্জনা যশোরে ফেরেন। ৯ জুন তার করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। পরদিন ডা. দিলীপ রায় ও তার মেয়ের (১৫) ফলাফল পজিটিভ আসে।