একদিনে ১০ হাজার সংক্রমণের রেকর্ড ভারতে; মৃত্যু ৩৩১

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে। দেশটিতে একদিনেই প্রায় ১০ হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে মৃতের সংখ্যাওবাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩১ জনের। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৬ জন।

আজ মঙ্গলবার সকালে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। এদের মধ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন।

আরও পড়ুন :
এবার হজের সুযোগ পাবেন ৫ লাখ মুসল্লি
করোনা সংক্রমণ রুখবে এই মাউথওয়াশ!
করোনাকালে রাজনীতিকদের জনসম্পৃক্ততা প্রশ্নবিদ্ধ

এদিকে, করোনায় মৃতের সংখ্যার হিসেবে এখনও বিশ্বে দ্বাদশ স্থানেই রয়েছে ভারত। অন্যদিকে সংক্রমণের নিরিখে এখনও ভারতের স্থান পঞ্চম। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন রয়েছে ভারতের উপরে। এর মধ্যে ব্রিটেন এবং রাশিয়ার চেয়ে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

প্রতিদিনই ভারতে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে।

জুন ০৯, ২০২০ at ১৪:১৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কাক/এমএআর