অবাধ যাতায়াত নিয়ন্ত্রণে যশোরে ৩৫টি পুলিশি চেকপোস্ট

করোনা পরিস্থিতিতে অবাধ যাতায়াত নিয়ন্ত্রণসহ যশোর শহর ও জেলায় যাতে বাইরে থেকে কেউ আসতে না পারে সে লক্ষ্যে যশোর শহর, শহরতলী এবং জেলার প্রবেশমুখগুলোতে প্রায় ৩৫টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) থেকে পুলিশ এ বিষয়ে কঠোর হয়েছেন। এরই মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় প্রায় ১০০টি মামলা দেওয়া হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ এসব চেকপোস্ট তদারকি করছেন। মঙ্গলবার তিনি দড়াটানায় পুলিশের কার্যক্রম তদারকি করেন।

জনসাধারণকে অবাধ চলাচল থেকে বিরত রাখার জন্য যশোর শহরের চাঁচড়া, মুড়লি, মণিহার, খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ি, আরবপুর, দড়াটানা এবং যশোর-নড়াইল রোড, যশোর-খুলনা মহাসড়ক, যশোর-সাতক্ষীরা মহাসড়কের প্রায় ৩৫টি স্থানে চেকপোস্টগুলো বসেছে।

আরও পড়ুন:
সিগারেট-বিড়ি, তামাকসহ জর্দা-গুল সাময়িক নিষিদ্ধ
ঘূর্ণিঝড় আম্ফান : বুধবার ভোরে মহাবিপদ সংকেত

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ জানান, যশোর শহর, শহরতলী ও জেলার সীমান্তবর্তী স্থানে চেকপোস্ট বসিয়ে অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করায় ইতিমধ্যে যানবাহনের চালকদের নামে প্রায় ১০০টি মামলা দেওয়া হয়েছে।

তিনি সর্ব সাধারনকে সর্তক করে বলেন, খুব প্রয়োজন না হলে বাইরে বের না হয়ে ঘরে থাকুন।

 

মে ১৯, ২০২০ at ২৩:১১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্রয/তআ