লালপুরে ব্যক্তি উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

নাটোরের লালপুরে ব্যক্তি উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন হাফিজ নাজনীন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আ’লীগ নেতা আলহাজ আনিছুর রহমান।

মঙ্গলবার (১৯ মে) দুপুুরে লালপুর উপজেলার ধুপইল নিজ বাস ভবনে উপজেলার ১০জন অসহায় মানুষের মাঝে নগদ ৫’শ টাকা করে অর্থ ও ১০০জন দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
কেশবপুরে সাবেক মেয়র আব্দুস সামাদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
টিসিবি’র পণ্য বিক্রয়ে অনিয়ম, পণ্যসহ ট্রাক জব্দ!
জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

আলহাজ আনিছুর রহমান জানান, ‘দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রামণ দেখা দেওয়ার পর থেকে তিনি নিজ উদ্যোগে লালপুর-বাগাতিপাড়া উপজেলার ১ হাজার ১ জনকে ত্রান সামগ্রী দিয়েছেন। চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে ২০টি পিপি, জনপ্রতিনিধি ও কমিউনিটি ক্লিনিকের চিকৎসকদের মাঝে ২৭টি পিপি বিতরণ করেছেন। এছাড়াও কর্মহীন অসহায়দের মাঝে নগদ ৩ লক্ষ টাকা বিতরণ করেছেন তিনি।’

উল্লেখ্য, ‘২০১৬ সালের ১৬ এপ্রিল থেকে বেসরকারী উন্নয়ন সংস্থা হাফিজ নাজনীন ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি নিজ উদ্যোগে লালপুর-বাগাতিপাড়া উপজেলার অসহায় মানুষদের জন্য নগদ অর্থ ও ত্রান সহায়তা বিতরণ ও শীতার্থদের মাঝে কম্বলসহ বিভিন্ন দুর্যোগের সময় ত্রানসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন।’

মে ১৯, ২০২০ at ১৮:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি